হে পৃথিবী, শোন !
আর লিখব না কোন
ছন্দহীন ব্যর্থ কবিতা ।
সবকিছু শেষ
তুমি জান তা ।

আমি ভাষাহীন কবি,
নিস্তেজ রবি;
মনরূপ ক্যানভাসে
ছায়ারূপ ছবি;
এঁকেছি যতই
আমি বুঝেছি ততই-
এ পৃথিবী হবে নাকো
আমারই মতই।


তাই ছেঁড়া কবিতা
লিখব না কোন,
হে পৃথিবী, তুমি শোন !
তুমি শোন !