উবুন্টুতে মার্কেটে প্রচলিত জিপি ও টেলিটক মডেম ব্যবহার করতে গিয়ে অনেকেই দেখি হয়রানির শিকার হন। তাই আমি একটা চমৎকার ডকুমেন্টেশন তৈরি করার উদ্যোগ নিলাম। আমি মূলত মডেল হিসাব করে উবুন্টুর বিভিন্ন ভার্সনের জন্য ব্যবহার পদ্ধতি তুলে ধরব। আপনার মডেমের মডেল যদি এখানে খুঁজে না পান তবে কমেন্টে জানানোর অনুরোধ রইল।

ZTE MF190/MF193 : উবুন্টু-১৬.০৪ (৩২-৬৪ বিট) Link to heading

জিপি ও টেলিটক, দুই কোম্পানিই এই সিরিজের মডেম বাজারে ছেড়েছে। জিপিরটার মডেল হল ZTE MF193A আর টেলিটকের হল ZTE MF193E। তবে যাই হোক না কেন, এই সিরিজের সব মডেমের সেটাপ পদ্ধতি এক।

উবুন্টুর সব ভার্সন বিবেচনা করলে ১৬.০৪-এই মডেম ইন্সটল করা সবচেয়ে সহজ। এর কারণ হল, উবুন্টু ১৬.০৪-এ usb_modeswitch প্যাকেজের ২.২.৫ ভার্সনটি অ্যাভেইল্যাবল রয়েছে। তাই যারা জিপি ও টেলিটক মডেম ইউজ করেন, তাদেরকে আমি এই ভার্সনটা ব্যবহার করতে পরামর্শ দিই। উবুন্টুর অন্যান্য সংস্করণসহ যেকোন লিনাক্স ডিস্ট্রোতে আলোচ্য মডেমটি ব্যবহার করার জন্য usb_modeswitch এর ভার্সন ন্যূনতম ২.২.৫ হলেই মডেমটি চলার কথা। ভার্সন চেক করার জন্য নিচের কমান্ডটি টার্মিনালে চালাতে হবে:

$ usb_modeswitch -e

যাহোক, এবার সংক্ষেপে সেটাপ পদ্ধতিটা দেখে নিই।

১। মডেমটি প্লাগ-ইন করুন, ২-৩ মিনিট অপেক্ষা করুন। দেখবেন, New Mobile Broadband Connection হিসেবে ডিটেক্ট হয়ে গেছে। যদি না হয়, তবে ইউনিটি লঞ্চার থেকে মডেমের আইকনের উপর রাইট ক্লিক করে Eject করুন। আপনি যদি আমার মত উবুন্টু গ্নোম (GNOME) ইউজার হন, তবে নটিলাস (Nautilus) ফাইল ম্যানেজারে গিয়ে মডেমের নামের উপরে রাইট ক্লিক করে Eject করুন। এবার, আবার ২-৩ মিনিট অপেক্ষা করুন। আশা করি, কেল্লাফতে।

২। নেটওয়ার্ক ইন্ডিকেটর থেকে Edit Connections এ চলে যান। Add এ ক্লিক করলে যে লিস্ট ওপেন হবে, সেখান থেকে Mobile Broadband সিলেক্ট করে Create এ ক্লিক করুন। আশা করি নিচের মত একটা চমৎকার জিনিস দেখতে পাবেন।

৩। এবার Next চেপে চলে যান। বিশাল একটা কান্ট্রি লিস্ট দেখতে পাবেন, Bangladesh সিলেক্ট করে দিন। প্রোভাইডারের লিস্ট আসবে। আপনি যে প্রোভাইডারের কানেকশন ব্যবহার করতে চান তাদের নাম সিলেক্ট করে দিন। টেলিটক ইউজাররা রবি সিলেক্ট করলেই হবে।

৪। Apply না আসা অবধি Next চেপে যেতে থাকেন। Apply আসলে সেটা চেপে দিন। এবার নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেটার General পোর্শনে গিয়ে চিত্রের মত সুরত বানিয়ে দিন।

ব্যাস, হয়ে গেল কেল্লাফতে। প্রতিবার এখন থেকে অটো-কানেক্ট হবে। প্রথমবার অটো-কানেক্ট না হলে নেটওয়ার্ক ইন্ডিকেটর থেকে কানেক্ট করে দিন। গ্নোমে মাঝে-মধ্যে একটু ঝামেলা হয়, সেজন্য নেটওয়ার্ক ম্যানেজার রিস্টার্ট দেয়া লাগে। নেটওয়ার্ক ম্যানেজার রিস্টার্ট দেয়ার জন্য টার্মিনালে নিচের কমান্ডটা চালাতে হবে:

$ sudo service network-manager restart

কপাল খারাপ থাকলে (১) নং-এ উল্লেখিত উপায়ে ইজেক্ট করা নাও যেতে পারে। সেক্ষেত্রে পোর্টে মডেম লাগিয়ে টার্মিনালে lsusb কমান্ড চালিয়ে দেখুন মডেম ডিটেক্ট করতে পেরেছে কিনা। পারলে ইজেক্ট করার জন্য নিচের কমান্ডটা চালাতে হবে:

$ sudo eject /dev/sr1

ZTE MF190/MF193 : উবুন্টু-১৪.০৪ (৩২ বিট) Link to heading

সিস্টেমটা আমি নিজে ৩২-বিটে টেস্ট করে দেখেছি। তবে যত সমস্যা ঐ ৬৪-বিটের ক্ষেত্রে। ৬৪-বিট ইউজ করতে হলে আপনাকে কাঠ-খড় পুড়িয়ে usb_modeswitch এর লেটেস্ট ভার্সন সেটাপ দিতে হবে। তাই আমি শুধু ৩২-বিটের সেটাপ পদ্ধতি উল্লেখ করছি।

১। মডেমটি প্লাগ-ইন করুন, কিছু সময় অপেক্ষা করুন। মডেমটি সিডি-রম হিসেবে ডিটেক্ট হবে। যদি না হয়, তবে মডেমটি ইজেক্ট করুন। তারপর আবার অপেক্ষা করুন। আশা করি এরপরে সিডি-রম হিসেবে ডিটেক্ট করতে পারবে।২। এবার সিডি-রম টির ভেতরে তিনটি ফোল্ডার পাবেন। Linux নামের ফোল্ডারটি ওপেন করুন।৩। PCL_Bengal_GP.tar.gz নামের ফাইলটি কপি করে ডেক্সটপে রাখুন।৪। এরপর PCL_Bengal_GP.tar.gz ফাইলটিতে Right Click করে Extract Here এ ক্লিক করুন।৫। Ctrl+Alt+T চেপে টার্মিনাল ওপেন করুন।৬। টার্মিনালে এই কমান্ড দিয়ে এন্টার চাপুন -

$ cd /home/username/Desktop/PCL_Bengal_GP

( username এর জায়গায় আপনার পিসির username দিবেন )

৭। এরপর এই কমান্ড দিয়ে এন্টার চাপুন -

$ sudo bash install.sh

ইন্সটল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৮। দেখবেন VLC Player, SM Player, Odesk Time Tracker কাজ করছে না। আসলে কোন Qt বেসড এপ্লিকেশনই ঠিকঠাকমত কাজ করার কথা না। এজন্য আমরা ছোট্ট একটি কাজ করব। এই উপায়টি আমি মিনহাজ ভাইয়ের থেকে শিখেছি।

টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলো দিয়ে যান:

$ sudo rm /etc/ld.so.conf.d/Grameenphone_Internet.conf
$ sudo ldconfig

আশা করি এবার সবকিছু ঠিকঠাক কাজ করবে। মডেম প্লাগ করলেই অটোমেটিকালি গুই লঞ্চ হবে। সেখান থেকেই মডেম কানেক্ট করতে পারবেন। তবে ড্যাশের আইকন থেকে মডেমের গুই ওপেন করতে যাবেন না, কাজ হবে না। কোন সমস্যা হলে কমেন্ট বাক্সে জানাবেন।