প্রোগ্রামিংয়ে ভাল হবার একটা থিওরি আছে আমার, নাম থিওরি অব জিসিসি (gcc)। কোন বই-পুস্তকের থিওরি না। একদিন কি একটা অকাজ করতে করতে এই কাজের জিনিসটা মাথায় চলে আসে। ‘দাগ থেকেই দারুণ কিছু’ টাইপের জিনিস আর কি! যাহোক, থিওরিটা দেখা যাক।

g - stay away from girls.

c - stay connected with your community.

c - stay coding on your computer.

থিওরিটা মূলত ছেলেদের জন্য। তবে ভাইস-ভার্সা থিওরি মেয়েরাও ফলো করতে পারেন। জাকির হোসাইন ভাই এই ভাইস-ভার্সা থিওরিটার একটা নাম দিয়েছেন - থিওরি অব বিসিসি (bcc)। সব কিছুই আগের মত, শুধু b মানে stay away from boys হবে।

হ্যাপি প্রোগ্রামিং