আজকে একটা জিনিস হঠাৎ খেয়াল করে দেখলাম। আমাদের দেশের মানুষ আসলে ঐভাবে নিয়মিত মেইল চেক করতে অভ্যস্ত নয়। তাই মেইল বেসড ব্লগ সাবস্ক্রিপশন পদ্ধতি দেশীয় ব্যক্তিগত ব্লগগুলোর জন্য তেমন একটা ইফেক্টিভ হয় না। হয়ত এজন্যই হাসিন ভাই, সুবিন ভাই, মাসনুন ভাই বা জাকির ভাইয়ের ব্লগেও কোন সাবস্ক্রিপশন অপশন দেখলাম না। (নিতান্তই ব্যক্তিগত উপলব্ধি, আমি নিশ্চিত নই)

২০১৪ সাল পর্যন্ত আমার ব্লগে সাবস্ক্রিপশন সিস্টেম ছিল, তখন ব্লগ ছিল ওয়ার্ডপ্রেস বেসড। ইতিমধ্যে সাবস্ক্রাইবারদের ট্রাক করে দেখলাম মেইলের অপচয় ছাড়া আর কোন কাজ হচ্ছে না। ২০১৫ সালে সাবস্ক্রিপশন সিস্টেম আমার কাছে চূড়ান্তভাবে জায়গা ও সময়ের অপচয় বলে মনে হতে লাগল। তাই আমার ব্লগ থেকে জিনিসটা শেষমেষ তুলেই দিলাম। ২০১৬ সালে জ্যাঙ্গোতে ব্লগ মাইগ্রেশন করার পরেও সাবস্ক্রিপশন সিস্টেম ইমপ্লিমেন্ট করিনি আমি।

কিন্তু এখন মাথায় একটা প্রশ্ন এসেছে। ব্লগে নতুন পোস্ট পাবলিশ করার সাথে সাথে সেটা সম্ভাব্য রিডারদের জানানো দরকার। ফেসবুক শেয়ারিংই এখন পর্যন্ত সম্বল, জাকির ভাইকেও এই পদ্ধতি অনুসরণ করতে দেখছি। তবে, নিয়মিত ব্লগিং করলে নিজস্ব ফেসবুক পেইজ খুলে সম্ভাব্য রিডারদের কাছে পৌঁছানো সম্ভব। এদিক থেকে হাসান আব্দুল্লাহ ভাই অনেকটাই সফল। তিনি মোটামুটি নিয়মিতই বেশ ভাল-ভাল কয়েকটা পোস্ট লিখেছেন। তাই অল্পতেই তার ব্যক্তিগত ব্লগ জনপ্রিয়তা পেয়েছে। দোয়া রইল ভাইয়ের জন্য।

কিন্তু আমার মত যারা বেশ খানিকটা সময় গ্যাপ দিয়ে দিয়ে লেখেন তাদের কি হবে? ফেসবুক পেইজে নিয়মিত পোস্ট না হলে পরবর্তীতে পোস্ট অডিয়েন্সের কাছে পৌঁছায় না। আর মেইল সাবস্ক্রিপশন থাকা বা না থাকার ভিতর কোন ফারাকও দেখতে পাচ্ছি না। শীঘ্রই এই সমস্যার একটা আশু সমাধান দরকার।

তবে এই বছর আবার সাবস্ক্রিপশন সিস্টেম চালু করার ইচ্ছা আছে। সাইট রি-ডিজাইন করে সাবস্ক্রিপশন সিস্টেমের জন্য স্পেস তৈরি করেছি এবার। আগের ব্লগে সেরকম জায়গা ছিল না। তবে, সাবস্ক্রিপশনের ব্যাপারে এবার আমি আশাবাদী। আশা করি, পূর্বের মত মাঠে মারা যাবে না এই নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনা।