প্রভাত শেখার টিউটোরিয়াল-সহজতম উপায়

  ·   3 min read

একসময় বাংলাদেশে কম্পিউটারে বাংলা লিখতে ব্যাপকভাবে বিজয় ব্যবহৃত হত। কিন্তু বিজয়ে কিছু মারাত্বক সমস্যা থাকার জন্য অনেকেই ইউনিকোড ভিত্তিক অভ্র ফোনেটিক ও প্রভাতের দিকে ঝুঁকে পড়ছে। তবে অভ্র ফোনেটিকে কী-স্ট্রোক বেশি থাকায় দ্রুতগতিতে বাংলা লেখা সম্ভব নয়। প্রভাতে নির্দিষ্ট লে-আউট থাকায় খুব দ্রুতগতিতে বাংলা লেখা যায়। ফলে অনেকেই (বিশেষত ব্লগাররা) প্রভাত ব্যবহার করছেন।

প্রভাত শেখার সময় আমার যে কিঞ্চিৎ ভোগান্তি হয়েছে, অন্যদের যেন তা না হয়, তার জন্যই আমার এই টিউটোরিয়াল। প্রভাতে কোন কী-তে কোন বর্ণ তা নিচে দেয়া হল:

স্বরবর্ণ:

অ = A, আ = v, ই = I, ঈ = E, উ = U, ঊ = W, ঋ = V, এ = y, ঐ = Y, ও = o, ঔ = O

ব্যঞ্জনবর্ণ:

ক = k, খ = K, গ = g, ঘ = G, ঙ = M, চ = c, ছ = C, জ = j, ঝ = J, ঞ = & (& = shift+7), ট = t, ঠ = T, ড = d, ঢ = D, ণ = N, ত = f, থ = F, দ = q, ধ = Q, ন = n, প = p, ফ = P, ব = b, ভ = B, ম = m, য = Z, র = r, ল = l, শ = x, ষ = S, স = s, হ = h, ড় = R, ঢ় = X, য় = z, ৎ = * (* = shift+8), ং = L, ঃ = H, ঁ = >

কার:

া (আ-কার) = a, ি (ই-কার) = i, ী (ঈ-কার) = e, ু (উ-কার) = u, ূ (ঊ-কার) = w, ৃ (ঋ-কার) = <, ে (এ-কার) = [, ৈ (ঐ-কার) = {, ো (ও-কার) = ], ৌ (ঔ-কার) = }

ফলা:

্য (য-ফলা) = (যে বর্ণে য-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/Z, যেমন: k/Z = ক্য

্ব (ব-ফলা) = (যে বর্ণে ব-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/b, যেমন: k/b = ক্ব

্র (র-ফলা) = (যে বর্ণে র-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/r, যেমন: k/r = ক্র

্ল (ল-ফলা) = (যে বর্ণে ল-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/l, যেমন: k/l = ক্ল

্ম (ম-ফলা) = (যে বর্ণে ম-ফলা দিতে চান সেটি এখানে বসাতে হবে)/m, যেমন: k/m = ক্ম

র্ (রেফ) = r/(যে বর্ণে রেফ দিতে চান সেটি এখানে বসাতে হবে), যেমন: r/k = র্ক

[বি.দ্র. রেফ (র্) মূলত ব্যঞ্জনধ্বনির অব্যবহিত আগে ব্যবহৃত হসন্ত ‘র’ ধ্বনি।]

যুক্তবর্ণ:

প্রভাতে যুক্তবর্ণ লেখার জন্য যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত তা জানতে হয়। দুইটি বর্ণ যুক্ত করার জন্য তাদের মাঝে ইংরেজী কী-বোর্ডের / (স্ল্যাশ) টাইপ করতে হয় যেটা আসলে ্ দেখায়। নিচে কিছু যুক্তবর্ণ উদাহরণ হিসেবে দেয়া হল:

ক্ষ = ক+ষ = k/S

হ্ম = হ+ম = h/m

জ্ঞ = জ+ঞ = j/& (& = shift+7)

ঞ্জ = ঞ+জ = &/j (& = shift+7)

ঞ্চ = ঞ+চ = &/c (& = shift+7)

ঞ্ছ = ঞ+ছ = &/C (& = shift+7)

ষ্ণ = ষ+ণ = S/N

ত্ত = ত+ত = f/f

ত্র = ত+র = f/r

ত্থ = ত+থ = f/F

হ্ণ = হ+ণ = h/N

হ্ন = হ+ন = h/n

ণ্ড = ণ+ড = N/d

ঙ্ক = ঙ+ক = M/k

ঙ্গ = ঙ+গ = M/g

স্থ = স+থ = s/F

র‍্য = র+য = r/Z ( চিহ্নটি tab কী’র উপরের কী’র সাহায্যে দেয়া যায়)

তো হয়ে যাক এককাপ প্রভাত!

comments powered by Disqus