নতুন প্রোগ্রামারদের জন্য অ্যান্টনিওর টিপস

  ·   1 min read

মাত্র আজ সকালেই অ্যান্টনিও ফার্নান্দেজ অ্যালোনসোকে চিনলাম আমি। ভদ্রলোক স্পেনের, পড়াশুনা করেছেন University of Seville-এ। কোরাতে এক প্রশ্নের উত্তরে প্রায় ত্রিশ বছরের প্রোগ্রামিং অভিজ্ঞতা থেকে নতুন প্রোগ্রামারদের তিনটি টিপস দিয়েছেন তিনি। ভাবলাম দেশি ভাইদের জন্য সেগুলো অনুবাদ করা যেতে পারে।

(১) কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা ভুলে যাও। প্রোগ্রামিং হল প্রব্লেম সলভিংয়ের নামান্তর। যদি তুমি না জান কিভাবে প্রব্লেম সলভ করতে হয়, যত শক্তিশালী ল্যাঙ্গুয়েজই হোক না কেন, তা নিজে তোমার প্রব্লেম সলভ করে দিবে না।

(২) অ্যালগরিদম ও ডাটা স্ট্রাকচার শেখ। CourseraEdX-এ নতুনদের জন্য চমৎকার কিছু কোর্স রয়েছে।

(৩) সবসময় কাগজের উপর হাতে-কলমে নিজে নিজে প্রব্লেম সলভ করার চেষ্টা কর। যতক্ষণ না তুমি একটা প্রব্লেম ম্যানুয়ালি সলভ করতে পারছ, ততক্ষণে তুমি সেটা কোডে রূপান্তর করতে পারবে না।

comments powered by Disqus