জীবন বৃত্ত আবর্তিত হবে,
আমি কখনো ভাবিনি।
ছোট্ট দুটো চোখের রশ্মিতে,
জীবন বৃত্ত আবর্তিত হবে,
আমি সত্যিই ভাবিনি।
কিন্তু আজ এ সঞ্চারপথের মেলায়,
রঙের এই বিশাল খেলায়,
তাই আজ সত্যি হল,
তাই আজ সত্যি হল।
· 1 min read · This post hasn't been updated in a while