নয়তো কাম্য,
লোকে এটা বোঝে না,
অভিধানে খোঁজে না।
রাশিয়ার লেনিন
বলেছিল যেদিন,
বুঝেছিলাম সেদিন -
কপালে দুঃখ,
থাকাটাই মুখ্য।
ধর্ম আর যৌন -
ঐ দুটো গৌণ।
এই নিয়ে এত কথা,
তর্ক যথা - তথা,
খুব কি দরকার?
বোঝেনা সরকার।
চোখ দুটো বুজেছি,
প্রাণপণে খুঁজেছি,
কোন সেই মন্ত্র?
ভাল করার যন্ত্র?
যতদিন ভেবেছি,
বদনামে কেঁপেছি,
দেহ - প্রাণ সঁপেছি,
ঠোঁট দুটো চেপেছি।
তাই হোক শোধ - বাদ,
চটপটে প্রতিবাদ,
দূর হোক অপবাদ,
তাত্ত্বিক সাম্যবাদ।