সে তো দুশ্চরিত্রের জাতীয় পতাকা,
সেন্টিমেন্ট বাঙালির কিছু নয়।
আজও চোখে ভাসে সেই রঙচঙে ফ্লাট,
যেখানে নেমেছিল সেদিন অমাবস্যার রাত,
ভাল মানুষের থাবা প্রস্তুত, শুধু নেই প্রতিবাদ,
খনিজ সম্পদ সব তুলে নিল, কিছু রাখল না বাদ।
ভেবে দেখ আজ তুমি অস্পৃশ্য, যেনাবাজ,
সারা সমাজের চোখে যৈবতী তুমি ব্যভিচারিণী।
অথচ সব আছে ঠিকঠাক,
সতীচ্ছেদ পর্দা-
সে তো দুশ্চরিত্রের জাতীয় পতাকা,
সেন্টিমেন্ট বাঙালির কিছু নয়।
আজও চোখে ভাসে অফিসের সাদা রুম,
যেখানে মডেল হতে গিয়েছিলে, স্বপ্নে চুমচুম,
স্কীন টেস্ট হবে বুঝি , পাছে লালসা ঝুমঝুম,
সব ছবি তুলে নিল, ভরা যৌবনে কুমকুম।
ভেবে দেখ আজ তুমি অস্পৃশ্য, যেনাবাজ,
সারা সমাজের চোখে যৈবতী তুমি ব্যভিচারিণী।
অথচ সব আছে ঠিকঠাক,
সতীচ্ছেদ পর্দা-
সে তো দুশ্চরিত্রের জাতীয় পতাকা,
সেন্টিমেন্ট বাঙালির কিছু নয়,
আবেগী বাঙালির কিছু নয়।