মুছে দিতে চায় স্বপ্নিল চোখ,
আমার, তোমার, অথবা তাদের-
কেউই হয়ত রেহাই পাবে না।
তোমার আবেগের সস্তা ছবি,
আমি এঁকে দিতে পারি অনায়াসে,
কিন্তু ভেবেছ কি?
সস্তা একটা বুক চাই তোমার!
যেখানে থাকবে তোমার প্রতিচ্ছবি,
আর মহাকালের ত্রিমাত্রিকতা,
মিলে মিশে একাকার হয়ে যাবে,
আমার চোখের প্রতিটা চাহনি,
তুমি উপলব্ধি করবে বারংবার।
আর সেইদিন আমি অ্যারিজোনা ছেড়ে,
তোমার স্যাঁতসেঁতে পবিত্র ভূমিতে,
আমার ওষ্ঠদ্বয় স্থাপন করব।