ওরা পতিতা

  ·   1 min read   ·   This post hasn't been updated in a while

ওরা পতিতা,
দুমুঠো ভাতের জন্য সস্তায় বেঁচে
ঈশ্বর প্রদত্ত অমূল্য দেহ,
এই রমনা পার্কের বিশাল উদারতায়,
ওদেরকে এতটুকু দয়া দেখাবার কেউ নেই,
স্যাডিস্ট খদ্দেরের অবৈধ ফসলের কৃষকের খোঁজ নেই,
তাই ধিক্কার জাতির পিতা, ঘৃণা করি তোমার পিতৃত্ব।

ওরা পতিতা,
ভুলে যেও না ওরাও হোমো স্যাপিয়েন্স,
ওরাও ঈশ্বর ঘোষিত আশরাফুল মাখলুকাত,
তবু জানিনা কেন এই দেশি ঈশ্বর,
ওদের সাথে ব্যবহার করে হিংস্র হায়েনার মত,
কেড়ে নিতে চায় ওদের বেঁচে থাকার শেষ সম্বল,
ধিক্কার স্বদেশী ঈশ্বর, ধিক্কার তোমার ঐশ্বরিক ক্ষমতা।

ওরা পতিতা,
ওদেরও বাঁচার স্বপ্ন আছে তোমার মত,
দুটো মিষ্টি কথার সাথে এক ফোঁটা চোখের জল,
হয়ত জাগিয়ে তুলবে এই মুমূর্ষু দশা থেকে,
হয়ত হাতে হাতে গড়ে দিবে সোনার বাংলাদেশ।

জাগো বাঙালি, সময় থাকতে জাগো;
স্বদেশী ঈশ্বর ঠেকাতে আবার অস্ত্র ধর,
লাল সবুজের পতাকার নিচে চিৎকার করে ওঠো,
কেড়ে নিতে চাইলে ওদের খাবার,
গর্জে উঠব হায়দারি হাঁকে,
আগুন জ্বালব আবার।
comments powered by Disqus