৪১। (সেন্সরড)
৪২। পিছনে বসিয়া অনেকেই আশার বাণী শুনাইতে পারে কিন্তু রণক্ষেত্রে ইহাদের খুঁজিয়া পাওয়া যায় না!
৪৩। ব্যর্থতাকালীন সহানুভূতি কাঁটা ঘায়ে নুনের ছিটা।
৪৪। আমি প্রেমে পড়েছি একবার কিন্ত প্রেম আমার উপরে পড়েছে বহুবার।
৪৫। আবার ঘুরে দাঁড়াতে চাই, কেউ একটু ভালবাসা দেবে?
৪৬। কারও অতীত নিয়ে টানাটানি করা থেকে সন্দেহের উত্থান। আর সন্দেহ থেকে শুরু হয় ভালবাসার অবক্ষয়।
৪৭। সন্দেহবাতিক প্রেমিকা প্রেমের জন্য অভিশাপ।
৪৮। যাদের ভালবাসা সতীচ্ছদ পর্দার সাথে সম্পর্কযুক্ত, তারা লম্পট।
৪৯। সুন্দর দেহের চেয়ে কি সুন্দর মন দামি? এর উত্তর ফাঁকা আওয়াজ। কারণ দুইটা জিনিস আলাদা।
৫০। যে সম্পর্ক যত দ্রুত সৃষ্টি হয়, সে সম্পর্ক তত দ্রুত ভেঙে যায়।
(চলবে…)
comments powered by Disqus