আমার প্রবচনগুচ্ছ (৪র্থ পর্ব)

  ·   1 min read   ·   This post hasn't been updated in a while

৩১। বসুন্ধরায় গেলে আমি দ্বিধায় পড়ে যাই। প্রপোজ করব কাকে? মেয়েকে না মা’কে?

৩২। স্বপ্ন দেখা অধিকার, দুঃস্বপ্ন দেখা অপরাধ!

৩৩। সত্য কথা বলা এদেশে গালিগালাজ করার মত।

৩৪। (সেন্সরড)

৩৫। আমার দেখা সবচেয়ে ভয়ংকর মানব প্রজাতি হল যুক্তিবাদীরা। আমি নিজেই এর অন্তর্গত।

৩৬। বিতর্ক হল এমন কিছু যা আপনা আপনি থামতে চায় না, জোর করে থামিয়ে দিতে হয়।

৩৭। আগে মেয়েরা স্বামী হিসেবে পছন্দ করত ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের। আর এখন করে ব্লগার আর ফ্রিল্যান্সারদের।

৩৮। অভিজ্ঞ মেয়েরা প্রতিক্রিয়াশীল, অনভিজ্ঞরা নিষ্ক্রিয়। এটা বাসর রাতেও সত্য।

৩৯। (সেন্সরড)

৪০। আজও তোমার রক্তিমাভ ঠোঁট যুগলের উষ্ণতা অনুভব করি। কি লিপস্টিক দিয়েছিলে গো?

(চলবে…)

comments powered by Disqus