আমার প্রবচনগুচ্ছ (৩য় পর্ব)

  ·   1 min read   ·   This post hasn't been updated in a while

২১। যে মেয়ে আপনাকে সন্দেহ করে, তাকে ছেড়ে দেয়া আপনার উচিত নয়, অবশ্য পালনীয় কর্তব্য।

২২। মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় নীলছবিতে। অথচ এ নিয়ে মানবাধিকার সংগঠন গুলোর কোন মাথাব্যথা নেই। নিজেরাই স্পন্সর কিনা!

২৩। (সেন্সরড)

২৪। (সেন্সরড)

২৫। খালি কলসি বাজে বেশি। এর মানে ব্যর্থরাই প্রতিবাদ করতে জানে, সফলেরা স্বার্থান্বেষী।

২৬। (সেন্সরড)

২৭। অতি সম্প্রতি হিজাব আর বোরকাও ফ্যাশনের তালিকায় স্থান পেয়েছে।

২৮। নজরুল-রবীন্দ্রের সোনার বাংলার খোঁজ পেতে চাইলে বিটিভির সংবাদ দেখুন।

২৯। শিশুকালে অষ্টাদশীদের চুমুতে প্রাণ ওষ্ঠাগত ছিল। আর এখন চুমুর আশায় চাতক পাখির মত চেয়ে থাকতে থাকতে প্রাণ ওষ্ঠাগত।

৩০। এখনও তোমার চুলের ঘ্রাণ পাই। কি তেল মেখেছিলে?

(চলবে…)

comments powered by Disqus