১১। ব্যাচেলর পুরুষেরা বউয়ের আশায় চাতক পাখির মত চেয়ে থাকে। আসলে এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না।
১২। পরের অনিষ্ট করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর। তদ্রূপ জীবে প্রেম করে যেইজন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
১৩। ভালবাসা হল তাই যেখানে শুধুই ক্রিয়া থাকে। আর প্রেম হল তাই যেখানে ক্রিয়া-প্রতিক্রিয়া উভয়ই বর্তমান। আকর্ষণ একটি ভিন্ন ধারণা। ইহা অনেকের প্রতিই থাকতে পারে।
১৪। এই প্রথম আমার চারদিকে চোখ মেলে তাকালাম। দেখলাম, আমার পৃথিবীটা মোটেও গোল নয়, পুরোই ট্রাপিজিয়াম!
১৫। শৃঙ্খলে শৃঙ্খলিত শৃঙ্খলময় শৃঙ্খল।
১৬। প্রেম হাইজেনবার্গের অনিশ্চয়তাবাদ নীতি মেনে চলে। প্রেম যখন নিশ্চিত, বিয়ে তখন অনিশ্চিত হয়ে পড়ে। বিয়ে যখন নিশ্চিত, প্রেম তখন অনিশ্চিত হয়ে পড়ে।
১৭। বাংলাদেশের বিভিন্ন ইসলামি আন্দোলনে আন্দোলনরত আন্দোলনকারীরা নিজেরাই জানে না তারা কেন আন্দোলন করে।
১৮। (সেন্সরড)
১৯। আপনার প্রেমিকা যদি বরিশালের হয় তবে হেলমেট পড়ুন, নোয়াখালীর হলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আর চাঁদপুরের হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ সন্দেহবাতিকতা দূর করার কোন দাওয়াই আমার জানা নেই।
২০। ফেসবুকে যারা ঈমানী দায়িত্ব, মানবিক দায়িত্ব, দেশপ্রেমী দায়িত্বের দোহাই দিয়ে লাইক ভিক্ষা করে তাদের উৎপত্তিস্থলের কথা চিন্তা করলে আমার মনে কেন যেন মুঘল হেরেমের ছবি ভেসে ওঠে।
(চলবে…)
comments powered by Disqus