আমার প্রবচনগুচ্ছ (১ম পর্ব)

  ·   1 min read   ·   This post hasn't been updated in a while

১। প্রেম প্রতিক্ষা হল বৃষ্টি প্রতিক্ষার মত। গ্রীষ্মের খর রৌদ্রে শুকিয়ে কাঠ হয়ে গেলেও আপনি এক ফোঁটা বৃষ্টি পাবেন না। অথচ বর্ষাকালে অতিবৃষ্টিতে আপনার জীবন হবে বিপর্যস্ত।

২। যে প্রেমিক বন্ধুর ডাকে প্রেমিকার পাশ থেকে উঠে চলে যায়, তাকে ছেড়ে দেয়া কর্তব্য। আর যে বন্ধু প্রেমিকার ডাকে বন্ধুর পাশ থেকে উঠে চলে যায়, তাকে ছেড়ে দেয়া অবশ্য কর্তব্য।

৩। আপনার প্রেমিকা যদি সন্দেহের বশে আপনাকে প্রশ্ন করে পর্যুদস্ত করে তোলে তাহলে বুঝবেন সে একজন সাবেক বারবণিতা। কারণ, পোড় খাওয়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়।

৪। কারও মাথায় আকাশ ভেঙে পড়লে কবি তাকে সান্ত্বনা দেয়। অথচ কবি যখন বিপদে পড়ে তখন তার কবিত্ব শুধু খসেই যায় না, রীতিমত উর্ধ্বপাতিত হয়ে উড়ে যায়; যেমনটা হয়েছে আমার ক্ষেত্রে।

৫। যৌনতার চরম শিখরে বসেও যদি সে আপনার দিকে লোলুপ দৃষ্টির বদলে প্রেমময় দৃষ্টিতে তাকায়, তবে বুঝে নেবেন সে আপনাকে সত্যিই ভালবাসে। অন্যথায় আমি দুঃখিত।

৬। (সেন্সরড)

৭। (সেন্সরড)

৮। যৌক্তিক গালি শুনেও সুখ, অযৌক্তিক মিষ্টি কথাও কানে লাগে!

৯। আলো ছড়ানোর আগে নিজে আলোকিত হওয়া দরকার!!!

১০। বর্তমান পৃথিবী টিস্যু কালচারে যতটা না উন্নতি করেছে তার চেয়েও বেশি উন্নতি করেছে কনডম কালচারে।

(চলবে…)

comments powered by Disqus