আমার প্রিয় উবুন্টু অ্যাপস

  ·   5 min read

লিনাক্সের সাথে পথচলা সাত বছর ধরে, সেই ২০১১ সাল থেকে। শুরুটা করেছিলাম ওপেনসুসে দিয়ে। আমার জীবনের প্রথম কম্পিউটার (ল্যাপটপ) HP Compaq-420’র সাথে ওপেনসুসের একটি ডিস্ক ফ্রীতে দিয়েছিল। সেটা সেটাপ দিয়েই লিনাক্সের সাথে পথচলা শুরু করেছিলাম। আর উবুন্টুর সাথে সম্পর্ক ছয় বছর ধরে, ২০১২ সাল থেকে। মাঝে অবশ্য বিভিন্ন ওএসে শিফট করেছিলাম। তবে বারবার ফিরে এসেছি উবুন্টুর কাছেই। বর্তমানে আমি উবুন্টু (Ubuntu) ১৮.০৪ এলটিএস (৬৪-বিট) ভার্সন ব্যবহার করছি। আজকে আমার প্রিয় গ্নোম এক্সটেনশন ও উবুন্টু অ্যাপগুলো আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে ইন্সটল করবেন তাও বলে দেব ইনশাআল্লাহ।

আপাতত নিচের কমান্ডটা টার্মিনালে চালিয়ে add-apt-repository ইন্সটল করে রাখুন।

sudo apt install python-software-properties -y

Atom Editor

অ্যাটম এডিটর গিটহাবের খুবই জনপ্রিয় একটা ওপেনসোর্স প্রজেক্ট এবং ইলেক্ট্রনজেএসের উপর নির্মিত। দৈনন্দিন জীবনে কোড লেখার জন্য এটাই এখন আমার প্রথম পছন্দ। অফিসিয়াল ওয়েবসাইট থেকে deb ফাইল ডাউনলোড করে GDebi দিয়ে খুব সহজেই ইন্সটল করে নিতে পারেন।

Battery Monitor

আমার ডেভেলপ করা একটা ইউটিলিটি টুল। এটা ব্যাটারির বিভিন্ন স্টেট (চার্জিং, ডিসচার্জিং, নট চার্জিং, ক্রিটিকালি লো ব্যাটারি) ইউজারকে নোটিফাই করে। লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

sudo add-apt-repository ppa:maateen/battery-monitor -y
sudo apt update
sudo apt install battery-monitor -y

প্রতিবার পিসি স্টার্ট বা রিস্টার্ট হবার সময় আপনা-আপনি ব্যাকগ্রাউন্ডে রান করবে এটা।

Google Chrome

গুগল ক্রোম নিয়ে নতুন করে কিছুই বলার নাই। আমার সবচাইতে প্রিয় ব্রাউজার।

Deluge

উবুন্টুর জন্য এর চেয়ে ভাল টরেন্ট ক্লায়েন্ট বোধ করি আর হয় না। লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

sudo add-apt-repository ppa:deluge-team/ppa -y
sudo apt update
sudo apt install deluge -y

FileZilla

FTP ব্যবহার করে ফাইল আপলোড-ডাউনলোড করার জন্য সেরা ক্লায়েন্ট। উবুন্টুর অফিসিয়াল রেপোতেই পাওয়া যায়। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটা দিন। লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo apt install filezilla -y

Firefox Nightly

উবুন্টুতে ডিফল্টভাবে ফায়ারফক্স দেয়া থাকে। তবে আমার ভাল লাগে ফায়ারফক্স নাইটলি। নাইটলিকে আপনি ডেইলি বিল্ড হিসেবে কল্পনা করতে পারেন। আমি সাধারণত ওয়েব ডেভেলপমেন্টে ও সেকেন্ডারি ব্রাউজার হিসেবে ফায়ারফক্স নাইটলি ব্যবহার করি।

ফায়ারফক্স নাইটলি দুইভাবে ব্যবহার করতে পারেন: পিপিএ থেকে ইন্সটল দিয়ে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে (রিকমেন্ডেড)। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাইটলি ইন্সটল করলে রেগুলার আপডেট পেতে সুবিধা হয়। সেজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

(১) এই লিংক থেকে ফায়ারফক্স নাইটলি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।

(২) টার্মিনাল থেকে এই এক্সট্রাক্ট করা ফোল্ডারকে /opt/firefox এ মুভ করুন।

(৩) এবার টার্মিনালে /opt/firefox/firefox কমান্ড রান করলেই ফায়ারফক্স নাইটলি ওপেন হবে।

(৪) সচরাচর ব্যবহার করার জন্য একটা কাস্টম লঞ্চার তৈরি করে নিতে পারেন। (বিস্তারিত জানতে ওয়েব রিসার্চ করতে পারেন)

GDebi

deb প্যাকেজ ইন্সটল করার মোক্ষম সলিউশন। প্যাকেজ তো ইন্সটল করবেই, পাশাপাশি ডিপেন্ডেন্সিও নিজ থেকে ইন্সটল করে নেবে। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo apt install gdebi -y

GIMP

উবুন্টুতে এর চেয়ে ভাল ইমেজ এডিটর পাওয়া যায় না। অনেকটা এডোবি ফটোশপের রিপ্লেসমেন্ট অ্যাপ। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo add-apt-repository ppa:otto-kesselgulasch/gimp -y
sudo apt update
sudo apt install gimp -y

GKSu

এটা আসলে একটা লাইব্রেরি। অন্যভাবে বলতে গেলে, এটা su আর sudo এর ফ্রন্টেন্ড হিসাবে কাজ করে। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo apt install gksu -y

Google Chrome

ফাস্টেস্ট ওয়েব ব্রাউজার অন দ্যা প্লানেট। আমার প্রাইম্যারি ওয়েব ব্রাউজার। অবশ্য আপনার র‍্যাম কম থাকলে হ্যাং করতে পারে। এইক্ষেত্রে ফায়ারফক্স ব্যবহার করুন। ক্রোমের লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

sudo add-apt-repository "http://dl.google.com/linux/chrome/deb/ stable main" -y
sudo apt install google-chrome-stable -y

GParted

গ্রাফিকাল পার্টিশন এডিটর। উবুন্টুতে পার্টিশন ম্যানেজ করার জন্য খুবই কাজের জিনিস। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo apt install gparted -y

Libre Office

মাইক্রোসফট অফিসের ওপেন-সোর্স ড্রপ-ইন-রিপ্লেসমেন্ট। লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

sudo add-apt-repository ppa:libreoffice/ppa -y
sudo apt update
sudo apt install fonts-opensymbol libreoffice-avmedia-backend-gstreamer libreoffice-base-core libreoffice-calc libreoffice-common libreoffice-core libreoffice-draw libreoffice-gnome libreoffice-gtk2 libreoffice-help-en-us libreoffice-impress libreoffice-math libreoffice-ogltrans libreoffice-pdfimport libreoffice-style-breeze libreoffice-style-galaxy libreoffice-writer

Mailspring

এটা মূলত Nylas Mail-এর একটা ফর্ক। এটার মত চমৎকার আর কোন ওপেনসোর্স ও ফ্রী মেইল ক্লায়েন্ট আছে কিনা আমি জানিনা। আমি আগে Thunderbird, Evolution সহ বেশ কিছু মেইল ক্লায়েন্ট ব্যবহার করেছি। তারমধ্যে এটাই সবচাইতে ভাল লেগেছে আমার। আমার ম্যাকবুকেও আমি এটাই ব্যবহার করি। এর ইন্সটলেশনও বেশ সহজ। অফিসিয়াল ওয়েবসাইট থেকে deb ফাইল ডাউনলোড করে GDebi দিয়ে খুব সহজেই ইন্সটল করে নিতে পারেন।

NetSpeed

টাস্কবারে নেটস্পীড দেখার জন্য এই গ্নোম এক্সটেনশনটা ব্যবহার করি আমি। এই লিংক থেকে ইনস্টল করে নিয়ে On করতে হবে। সেটিংস আইকন থেকে সকল ফিচার অ্যাক্সেস করা যাবে।

RawTherapee

ডিএসএলআরে তোলা র’ইমেজকে ডেভেলপ করার জন্য এটা ব্যবহার করা শুরু করেছি ইদানীং। DarkTable এর একটা চমৎকার অল্টারনেটিভ। তবে র’থেরাপিকেই বেশি ভাল লাগে আমার, সহজ মনে হয়। ইন্সটল করার জন্য টার্মিনালে কমান্ড রান করুন:

sudo add-apt-repository ppa:dhor/myway -y
sudo apt update
sudo apt install rawtherapee -y

Rhythmbox

গান শোনার জন্য আমার সবচেয়ে প্রিয় অ্যাপ। উবুন্টুর সাথে ডিফল্টভাবেই পাওয়া যায়। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo add-apt-repository ppa:fossfreedom/rhythmbox -y
sudo apt update
sudo add-apt-repository ppa:fossfreedom/rhythmbox-plugins -y
sudo apt update
sudo apt install rhythmbox-plugin-alternative-toolbar -y

এবার Plugins অপশন থেকে Alternate Toolbar প্লাগিনটা এনাবল করে দিন।

SMPlayer

মুভি বা কোন ভিডিও দেখার জন্য আমার সবচেয়ে প্রিয় মিডিয়া প্লেয়ার। বিল্ট-ইন কোডেকসহ ইন্সটল হয় এবং সব ফরম্যাটের অডিও ও ভিডিও ভার্চুয়াললি প্লে করে। তাই এক্সটার্নাল কোন প্যাকেজের দরকার হয় না। তাছাড়া কাস্টমাইজ করে একেবারে PotPlayer এর লুক-অ্যালাইক বানিয়ে নেয়া যায়। লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

sudo add-apt-repository ppa:rvm/smplayer -y
sudo apt update
sudo apt install smplayer smplayer-themes smplayer-skins -y

Sqlectron

একটা চমৎকার সিম্পল, ক্রস ডাটাবেজ, ক্রম প্লাটফর্ম, ওপেনসোর্স এসকিউএল ক্লায়েন্ট। অফিসিয়াল ওয়েবসাইট থেকে deb ফাইল ডাউনলোড করে GDebi দিয়ে খুব সহজেই ইন্সটল করে নিতে পারেন।

Synaptic Package Manager

aptapt এর গ্রাফিকাল প্যাকেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। অফিসিয়াল রেপো থেকে লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডটি দিন।

sudo apt install synaptic -y

UNetbootin

বিভিন্ন লিনাক্স ডিস্ট্রো সেটাপ দেয়ার জন্য পেনড্রাইভকে বুট্যাবল করার মোক্ষম টুল। লেটেস্ট ভার্সন ইন্সটল করতে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

sudo add-apt-repository ppa:gezakovacs/ppa -y
sudo apt update
sudo apt install unetbootin -y

অনেক কিছু লিখে ফেললাম। আজ এ পর্যন্তই থাক। কোন ভুল-ভ্রান্তি থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করার অনুরোধ রইল।

comments powered by Disqus