কখনো কখনো একটা উদ্ধৃতির ক্ষমতা অসাধারণ হয়। একটা উদ্ধৃতি যেমন তোমার জীবন গড়ে দিতে পারে ঠিক তেমনি অন্য কারো জীবন ধ্বংসও করে দিতে পারে। এটা তোমার মুডও চেঞ্জ করতে পারে। কয়েকটা শব্দকে পাশাপাশি সাজিয়ে ফেল। এবার দেখ তারা একসাথে অনেক বড় প্রভাব তৈরি করে ফেলেছে তোমার জীবনে। কিন্তু সমস্যা হল আমাদের জীবনে সমৃদ্ধি এনে দিতে পারে এরকম উদ্ধৃতি খুবই কম। তাই তোমাদের সামনে জীবন পরিবর্তনকারী দশটি উদ্ধৃতি তুলে ধরছি আজকে।

(১) মানুষ তোমার বিপক্ষে নয়, তারা শুধু তাদের জন্য।

(২) “এমন উঁচুতে উঠো না যাতে পুরো দুনিয়া তোমাকে দেখতে পায়। এমন উঁচুতে ওঠো যাতে তুমি পুরো দুনিয়াকে দেখতে পাও।” - ড্যাভিড ম্যাক কালা (জুনিয়র)

(৩) সফলতার চেয়ে ব্যর্থতা থেকেই তুমি বেশি শিখতে পারবে। ব্যর্থতায় কখনো থমকে দাঁড়িয়ো না। এটাই তোমার সত্তা গড়ে দেবে।

(৪) “পরে করার সময়-সুযোগ পাবে ভেবে তুমি যা করতে চাও তা না করেই জীবন কাটানোর ঝুঁকি হল সবচেয়ে বিপজ্জনক ঝুঁকি।” - র‍্যান্ডি কমিসার

(৫) “সেখানে যাও যেখানে তুমি নন্দিত, এমন জায়গায় যেও না যেখানে লোকে তোমাকে মূল্য দেয় না।” - কিড রক

(৬) নিজের সাথেই জীবনের বেশিরভাগ সময় কাটাতে হবে তোমাকে। তাই নিজেকে যথাসম্ভব কৌতূহলোদ্দীপক করে তোলাই শ্রেয়।

(৭) “নিজের প্রতিবন্ধকতাকে মেনে নেয়া মানে হেরে যাওয়া।” - ব্রেনদান বেহান (প্রায় একই উদ্ধৃতি আলবার্ট আইন্সটাইনেরও রয়েছে)

(৮) “প্রায়ই মানুষ বলে যে প্রেরণা স্থায়ী হয় না। ভাল কথা, সবাই গোসল করে না, এজন্যই আমরা নিয়মিত গোসল করতে উৎসাহিত করি।” - জিগ জিগলার

(৯) “যাদের তুমি দেখেছ তাদের প্রত্যেকেই কিছু জিনিসকে ভয় পায়, কিছু জিনিস ভালবাসে এবং কিছু জিনিস হারিয়েছে।” - এইচ. জ্যাকসন ব্রাউন (জুনিয়র)

(১০) “আরাম-আয়েশ কৃতিত্বের পথে বাঁধাস্বরূপ।” - ফারাহ গ্রে

উদ্ধৃতিগুলো এখান থেকে সংগ্রহ করা। সামনে ইনশাআল্লাহ আরো কিছু উদ্ধৃতি অনুবাদ করব। আসলে উদ্ধৃতি অনুবাদ করার মত এহেন প্যারার কাজ আর নাই। জানিনা মূলভাব কতটুকু ঠিক রাখতে পেরেছি। কোনটার মূলভাব পরিবর্তন করে ফেললে ধরিয়ে দিলে ঠিক করে দেব, ইনশাআল্লাহ।