নিয়ে নাও এই ভোটাধিকার,
জীবন নিয়েই যখন টানাটানি আমার
কি করব বল এই অধিকার দিয়ে?
চাই না দেশের উন্নয়ন, গণতন্ত্র নিয়ে নাও,
কেড়ে নাও বায়ান্নর সেই বাকস্বাধীনতা,
চুপচাপ ঘরের মাঝে পড়ে থাকব আমি,
জয় বাংলা শুধানোর সময় নেই এখন,
জীবন নিয়েই যখন গ্যারাকলে আছি
কি করব বল এই স্বাধীনতা দিয়ে?
আন্দোলনের দফা-রফা চাই না আমি
সব পার্টিকে নিষিদ্ধ করে দাও
পার্টির ক্লাবে ক্লাবে তালা লাগিয়ে দাও
বাকশাল নিয়ে আস মন চাইলে
ভাতের অভাবে আমি হাভাতে হয়ে আছি
শ্লোগান দিয়ে আমি করব কি বল?
ফিরিয়ে দাও সেই ফখরুদ্দিন।
নিয়ে নাও এই ভোটাধিকার,
চাই শুধু এক মুঠো ভাত,
সাথে দুই মুঠো নিরাপত্তা।