প্রথমে গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন এখান থেকে। ফাইলটা আপনার হোমে রাখুন। তারপর Ctrl+Alt+T চেপে ধরে টার্মিনাল ওপেন করুন।
৩২-বিটের জন্য নিচের কমান্ডগুলো পরপর দিয়ে যান:
$ sudo apt-get install libcurl3 libnspr4-0d
$ cd Downloads
$ sudo dpkg -i google-chrome-stable_current_i386.deb
৬৪-বিটের জন্য নিচের কমান্ডগুলো পরপর দিয়ে যান:
$ sudo apt-get install libcurl3 libnspr4-0d
$ cd Downloads
$ sudo dpkg -i google-chrome-stable_current_amd64.deb
আশা করি পেরেছেন। কোন সমস্যা থাকলে বলবেন।
আর যদি একান্তই না হয় তবে উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে ক্রোমিয়াম ইন্সটল করে নিন। কারণ,গুগল ক্রোম আর ক্রোমিয়াম - নাপা আর প্যারাসিটামলের মত। আর আমার মতে ক্রোমিয়াম গুগল ক্রোমের চেয়ে হাজার গুণ ভাল। কারণ,(উবুন্টুতে) গুগল ক্রোমে একাধিক ট্যাব খুললে পিসি ঝুলে যায়। তাই গুগল ক্রোম ইন্সটল করতে না পারলে ক্রোমিয়াম ইন্সটল করুন সহজে আর চালান হাসি মুখে।
comments powered by Disqus