একটি আমি আর তিনটি ব্যাঙের গল্প

  ·   1 min read

আমার বাথরুম-
সে তো শুধু আমার নয়,
এক…দুই…তিনটি…
পাশাপাশি থাকে ব্যাঙ।
কি আজগুবি কবিতা লিখছি আমি!
একটি ব্যাঙের বিবরণ-
অবাক হচ্ছেন অবাক?
ভাবছেন আমি বদ্ধ পাগল
শিরি অথবা চন্দ্রমুখীর নেশায়?
ভুল করেছেন ভুল,
জিয়া-মুজিবের মত সামান্যই-
কিন্তু অনুভবে এসেছে কি?
কেন বলছি আমি
একটি আমি, তিনটি ব্যাঙের গল্প?
কারণ কষ্ট পেয়েছি কষ্ট,
হেলাল হাফিজের লাল-নীল কষ্ট,
তবু হিট করতে পারিনি কিছু
আমি, তুমি আর তাদের কবিতা;
তাই নিদারুণ কষ্ট নিয়ে
প্যান্ট খুলে বসেছি আমার বাথরুমে
যেখানে রোদ আসে না খুব একটা,
আলোর ছোঁয়াছুঁয়ি অল্প-স্বল্প,
কমোডের 'পরে লিখে চলেছি,
একটি আমি আর তিনটি ব্যাঙের গল্প।
comments powered by Disqus