ছোটলোক

  ·   1 min read

"মাঙ্গের পুত, চুতমারানির পোলা"
কি অশ্রাব্য, অসভ্য, দুঃসহ ভাষা!
অথচ আমি শুনে যাচ্ছি দিবানিশি,
কিছুই বলার ক্ষমতা নেই আমার।
আমি গরীব, সবচেয়ে ছোটলোক,
রুস্তম মিয়ার গ্যারেজে কাজ করি,
কোটিপতি হবার অবারিত স্বপ্ন নেই;
শুধু চাই আমার পঙ্গু জননীকে
একটা হুইলচেয়ার কিনে দেব আর
সারা বস্তিময় ঘুরে বেড়াবে আমার মা;
আমার মুখে তুলে খাওয়াবে পান্তাভাত।
তাই হাসিমুখে শুনে যাই রুস্তম মিয়ার-
"কাম ছাইড়া কি ভাবস, চোদানির পুত?"
comments powered by Disqus