কি অশ্রাব্য, অসভ্য, দুঃসহ ভাষা!
অথচ আমি শুনে যাচ্ছি দিবানিশি,
কিছুই বলার ক্ষমতা নেই আমার।
আমি গরীব, সবচেয়ে ছোটলোক,
রুস্তম মিয়ার গ্যারেজে কাজ করি,
কোটিপতি হবার অবারিত স্বপ্ন নেই;
শুধু চাই আমার পঙ্গু জননীকে
একটা হুইলচেয়ার কিনে দেব আর
সারা বস্তিময় ঘুরে বেড়াবে আমার মা;
আমার মুখে তুলে খাওয়াবে পান্তাভাত।
তাই হাসিমুখে শুনে যাই রুস্তম মিয়ার-
"কাম ছাইড়া কি ভাবস, চোদানির পুত?"