মায়াবী আকাশে হাসে রূপালী চাঁদোয়া,
অথচ এখন জোছনা চাই না আর।
নিজেদের মাঝেই আজ চতুর্ভুজ সঙ্কট,
কার হাতে আছে সমাধানের চাবি?
আমি ছেড়ে দিয়েছি খোঁজাখুঁজি-
অসহ্য কামনায় বিগলিত তোমার ঠোঁট,
কতবার ছুঁয়েছে আমার ভুবন-
সে হিসেবই করছি বসে বসে।
সে আমায়, আমি তোমায়,
তুমি তাকে, সে বুঝি আর কাউকে,
ভালবাসার আজব জ্যামিতি,
কি এক অদ্ভুত বাঁধনে জড়িয়ে আমরা!
কিন্তু ভেবেছ কি? নিকষ সত্যতা,
কখনো যা হবার নয়,
তাই তো হতে পারে যেকোন সময়,
তুমি, আমি, তারা-
সবাই তো সময়ের দাস।
কবিতা আর কি লিখব?
একজন চলে গিয়ে কবিতা দিল,
তুমি এসে দিলে ছন্দ,
সেই ভরসায় বাঁধালাম,
চতুর্ভুজ কবিতার আজব দ্বন্দ্ব।