নিউটনের থার্ড 'ল এখন একেবারে গুরুত্বহীন,
আলোর বেগে ছুটে চলা মনে এতটুকু শক্তি নেই,
সুস্থির পৃথিবীতে শুধুই শুনছি অস্থির অনুনাদ।
মূলদ জীবনে লুকিয়ে রয়েছে অমূলদ কষ্ট,
জন্ম থেকেই তৈরি করেছে একটি সমান্তর ধারা,
জৈবিক যোগজীকরণে নেই অস্তিত্বশীল লিমিট,
সার্বিকতার আড়ালে এ জীবন পুরোই ফাঁকা সেট।
আদর্শ প্রেম থেকে ঘটেছে ঋণাত্মক বিচ্যুতি,
হাইজেনবার্গের নীতির মত এ জীবন অনিশ্চিত,
সাম্যাবস্থায় থমকে আছে জীবনমুখী বিক্রিয়া,
জারক আছে, বিজারক আছে,
নেই শুধু রাসায়নিক প্রেম, মুমূর্ষু রাসায়নিক প্রেম।