আগামীকাল ১৯ ডিসেম্বর, বাংলা ব্লগ দিবস। আমার ভিতরের স্বভাবসুলভ ধর্মের জন্যই হোক আর বেখেয়ালী মর্মের কারণেই হোক, আমার উপর অনেকদিন পর একটা দায়িত্ব এসে বর্তেছে। দায়িত্বটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তবে এর ফযীলত কিন্তু অনেক। ব্লগ দিবসে আমার কাজ হল একটা বক্তৃতা দেয়া আর আমার টপিক হল – “ব্লগ কি” এই বিষয়ে। যাক শুরু করা যাক। মৌখিক সমাচারের লিখিত একটা সংস্করণ রাখার দরকার বলে লিখছি। যোগ-বিয়োগ-ব্যবচ্ছেদের দায়িত্ব জাতির।

ব্লগ কি এই বিষয়ে বলার আগে আমি একটা উদ্ধৃতি দিতে চাই উইকিপিডিয়া থেকে। ব্লগ নিয়ে উইকিইডিয়ার ভাষ্য হল –

blog (a truncation of the expression weblog) is a discussion or informational site published on the World Wide Web and consisting of discrete entries (mostly known as post) typically displayed in reverse chronological order (the most recent post appears first).

এটা একটা চমৎকার সংজ্ঞা কিন্তু আতেঁল ব্যতীত যারা আমার মত আম-আদমী তাদের জন্য এটা মোটেও সুখকর কোন কীর্তন নয়। সুতরাং আমি মনে করছি আমি একটা কি বুঝি সেটা বলাই আপাতত ভাল।

ব্লগ বলতে আমি বুঝি ভার্চুয়াল ডায়েরি। ডায়েরিতে আমরা যেমন যখন যা মনে আসে তা লিখতে পারি, ব্লগেও তেমন বিষয়। টেকনিক্যালি বলতে গেলে, ব্লগ হল একটি ওয়েবসাইট যেখানে কোন বিষয়ের উপর নিজস্ব প্রতিক্রিয়া ও মতামত ব্যক্ত-ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়। কালের যেরূপ বিবর্তন হয় তেমনি ব্লগীয় বিবর্তনে ব্লগের সংজ্ঞাতেও পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে। এখন ব্লগ হল সামাজিকতার নতুন রূপ এবং যেকোন বিষয়ের উপর যৌক্তিক বিচার-বিশ্লেষণের নয়া ক্ষেত্র।

এখন বলি, ব্লগিং কি জিনিস! সাধারণ সেন্সে ব্লগিং মানে হল, ব্লগ লেখা। তবে এটা আদৌ কোন ভাল সংজ্ঞা নয়। ব্লগিং হল দক্ষতার সমষ্টি আর এই দক্ষতার দরকার হয় ব্লগ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে। সার্চ ইঞ্জিন অপটিমাইজশান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পোস্ট লিখন, সম্পাদন – এই সবই পূর্বোক্ত দক্ষতার অন্তর্গত।

এখন বলা উচিত ব্লগার কে? আসলে সাম্প্রতিককালে আতি-পাতি-নাতি সবাই ব্লগার হয়ে গেছে। কেউ দুই কলম লিখতে পারলেই সে ব্লগার। আসলেই কি তাই? হবে হয়ত। তবে আমার মনে হয় ফেসবুকে স্ট্যাটাস দেয়া টাইপ লেখা কখনো ব্লগপোস্ট হতে পারে না এবং এর পোসটদাতাও ব্লগার হতে পারে না। আমার বোধ হয় কি যিনি যৌক্তিকতার মিশেলে পোস্ট লিখে থাকেন তিনি ব্লগার হবার যোগ্য।

এই তো সব বলে ফেললাম। আর লিখতে মন চায় না। আগামীকাল এইগুলোই বলব। জয় ব্লগ দিবস!