বাস্তুহারার স্বপ্ন

  ·   1 min read

কত লোকে কত স্বপ্ন দেখে
আকাশ-পাতাল জুড়ে,
বাস্তুহারা স্বপ্ন দেখে
ছোট্ট রসুলপুরে-

থাকবে তাহার একখানা ঘর
হোক না তাহা খড়ের,
কালবোশেখির বন্ধু হবে
সুজন হবে ঝড়ের।

চাল উড়ে যাক, ছাল উড়ে যাক
থাক না পড়ে ভিটে,
বাস্তুহারার কাছে তাহার
সাকিন খানাই মিঠে।

চায় না কভু সব অধিকার
চায় না হীরক-রত্ন,
দু'মুঠো ভাত, একটি সাকিন
বাস্তুহারার স্বপ্ন।
comments powered by Disqus