আমিও মানুষ

  ·   1 min read

আমি মানুষ, হোমো স্যাপিয়েন্স,
ঈশ্বর ঘোষিত আশরাফ জাত;
কিন্তু জানিনা কোন সে পাপে,
আজ আমি নেমে এসেছি এতটা।
এত বড় দুনিয়ার এত মানুষের কাছে,
আজ আমি মূল্যহীন, অপাঙক্তেয়;
আমি কিংকর্তব্যবিমূঢ়, ভুলে গিয়েছি-
আমিও মানুষ, আমিও মানুষ।

সমাজের যত অস্বাভাবিক বন্ধন,
আমায় আজ কাবু করে ফেলেছে;
অনেক সময় নিয়েছি এটুকু বুঝতে,
ব্যর্থ মানুষের কোন পরিচয় নেই,
মা, বাপ বা স্ত্রীর কাছে
তার বড় পরিচয় এক ব্যর্থ সত্তা;
আর সেই ব্যর্থতার চাপে ভুলে গিয়েছি-
আমিও মানুষ, আমিও মানুষ।

জগত সংসার আজ বড় স্বার্থপর, হীনমন্য
যাদের জন্য অশ্রু বিসর্জন অকাতরে
দিয়েছি তারা আমায় ঘৃণা করে সবচেয়ে।
বিন্দুমাত্র মায়া নেই কারও আমার জন্যে;
বুঝেছি অবশেষে, আমি পাপী-তাপী-অসুর,
যতই জয় করি রাগ-ভয়-যৌনতা,
আমি কোনদিনই হতে পারব না দেবতা,
হিমালয় দিয়ে যাওয়া হবে না আজব স্বর্গে,
তারচেয়ে বরং খুঁজে পাবে কোন বেওয়ারিশ মর্গে;
ক্ষণিকের দেখায় কোন শিশু হয়ত বলবে,
"আরে এ যে মানুষ, এ যে মানুষ।"
comments powered by Disqus