আমি মাটিন বলছি

  ·   1 min read

আমি মাটিন বলছি-
ক্যান্টনমেন্ট চেকপোস্ট থেকে,
খুবই দুঃখভারাক্রান্ত মন নিয়ে
আজ এই রঙ্গমঞ্চে,
উঠে দাঁড়াতে চাইনি কোনদিন,
তবু খাঁড়া ভুয়ে।

পাপ করেছিলাম পাপ,
স্বপ্ন দেখার পাপ,
পাপ জ্বলেছে আগুনের মত -
পোড়া চামড়ায় ক্ষতাক্ত বেদনা,
যদি জানতাম তাতে এত যাতনা,
চোখ চেপে ধরতাম আমি এ ঘুমের ঘোরে,
অথই সাগরে ঝোড়ো বাতাসের তোড়ে,
এ ডিঙা ডোবার আগেই হাতে ভাঙা হাল,
তুলে নিতাম দায়িত্ব, সব দেখভাল ;
বুকের রক্ত দিয়েও লড়ে যেতাম আমি,
যদি শুধু একবার বুঝতাম-
স্বপ্ন দেখা পাপ, স্বপ্ন দেখা পাপ।।
comments powered by Disqus