হাই!

পেশায় আমি একজন ডেভঅপস/প্লাটফর্ম ইঞ্জিনিয়ার। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে যুক্ত ছিলাম মুক্ত সফটওয়্যার আন্দোলনের সঙ্গে। দিনের বেশিরভাগ সময় পড়াশুনা করি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচার ও সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে। অবসর সময়ে বইপড়া, রান্না করা এবং বিভিন্ন স্তরের মানুষের জীবন-দর্শন গভীরভাবে পর্যবেক্ষণ করা আমার শখ।

পোস্ট

1 Dec, 2016

অরূপ দাস - সুদ বিহীন ক্ষুদ্র ঋণের জনক

যখন সমগ্র বিশ্ব দারিদ্রতা লইয়া চিন্তাগ্রস্ত হইয়াছিল তখন তাহাদিগকে হস্তে হারিকেন সমেত পথ দেখাইয়াছিলেন ড. মুহম্মদ ইউনুস, ক্ষুদ্র ঋণের জনক। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে গোটা বিশ্বকে চক্ষুতে আঙুল দিয়া দেখাইয়াছিলেন কী রূপে দারিদ্রকে জয় করিতে হয়। শিখাইয়াছিলেন কী রূপে দারিদ্রকে জাদুঘরে প্রেরণ করা যায়। তিনিই প্রথম বলিয়াছিলেন - “একদিন আমরা দারিদ্রকে জাদুঘরে প্রেরণ করিব।” কিন্তু তাহার পদ্ধতিতে কতিপয় গন্ডগোল বিরাজমান ছিল। ক্ষুদ্র ঋণের বৃহৎ সুদের জাঁতাকলে পড়িয়া পুরো জাতি যেন ক্রমেই ম্লান হইয়া যাইতেছিল। আর ঠিক এহেন সময় বাংলার বুক চিরিয়া বের হইয়া আসিলেন আরেক সিংহপুরুষ - শ্রী শ্রী অরূপ দাস জেহান।

22 Aug, 2016

উবুন্টুতে ব্যবহার করুন জিপি ও টেলিটক মডেম

উবুন্টুতে মার্কেটে প্রচলিত জিপি ও টেলিটক মডেম ব্যবহার করতে গিয়ে অনেকেই দেখি হয়রানির শিকার হন। তাই আমি একটা চমৎকার ডকুমেন্টেশন তৈরি করার উদ্যোগ নিলাম। আমি মূলত মডেল হিসাব করে উবুন্টুর বিভিন্ন ভার্সনের জন্য ব্যবহার পদ্ধতি তুলে ধরব। আপনার মডেমের মডেল যদি এখানে খুঁজে না পান তবে কমেন্টে জানানোর অনুরোধ রইল। ZTE MF190/MF193 : উবুন্টু-১৬.০৪ (৩২-৬৪ বিট) জিপি ও টেলিটক, দুই কোম্পানিই এই সিরিজের মডেম বাজারে ছেড়েছে। জিপিরটার মডেল হল ZTE MF193A আর টেলিটকের হল ZTE MF193E। তবে যাই হোক না কেন, এই সিরিজের সব মডেমের সেটাপ পদ্ধতি এক।

22 Aug, 2016

মগের মুল্লুক

থোবড়া দেখতে কইছো? দেখতে কাল, তাই বলে কি মগের মুল্লুক পাইছো? হতেই পারে ঠোঁটটা আমার, ঈষৎ মোটা, একটু কাল। দেখেছ কি চোখ দুটো মোর? কাল বলেই বেশি ভাল। হতেই পারে বললে কথা, আ-কার ও-কার যায় না বোঝা। তাই বলে কি বাংলা ছেড়ে, ইংরেজিতে কইব সোজা? হতেই পারে চললে পরে, উড়াই ধূলি মেঘের দেশে। তুমি বাপু পথের 'পরে জল ছিটাতে পার না এসে? সকাল-সন্ধ্যে কানের কাছে বাজে কথাই কইছো। দেখতে কাল, তাই বলে কি

3 Aug, 2016

ইন্সটল উবুন্টু ১৬.০৪

উবুন্টু ইন্সটল করার পদ্ধতি নিয়ে আমরা এই পোস্টে কথা বলব। তার আগে উবুন্টু নিয়ে কিছু বলা দরকার। উবুন্টু হল লিনাক্স কার্নেল ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম। আমার বিবেচনায়, সবচেয়ে সফল লিনাক্স ডিস্ট্রো। কারণ একমাত্র উবুন্টুতেই স্টাইল, স্টাবিলিটি ও ফ্লেক্সিবিলিটি আপনি এক সাথে পাবেন। উবুন্টুর হোতা ক্যানোনিকাল লিমিটেড। তবে সুখের খবর হল, উবুন্টু ফ্রী ও ওপেনসোর্স। আমরা এখন সরাসরি ইন্সটলেশনে চলে যাব। ভয় নেই, আপনার হার্ডডিস্ক উড়ে যাবে না। আপনি যদি উইন্ডোজ ফেরত হয়ে থাকেন তবে উবুন্টু আর উইন্ডোজ ডুয়েল বুটে মানে পাশাপাশি ব্যবহার করতে পারেন। আর উইন্ডোজের মত যাবতীয় কাজকর্ম উবুন্টুতে নিরিবিলি করা যায়। তারপরও একটা ডিসক্লেইমার আছে - ডু ইট অ্যাট ইওর ওউন রিস্ক।

3 Jul, 2016

কোড করতে নয়, চিন্তা করতে শেখ

এই পোস্টটি নিয়ে লাইফহ্যাকারে ফলো-আপ হয়েছে আর ইতিমধ্যে পোস্টটা স্প্যানিশ ও চাইনিজ ভাষায় অনূদিত হয়েছে। বলে রাখা ভাল, এটা আমার মৌলিক কোন লেখা নয়। Yevgeniy (Jim) Brikman এর বিখ্যাত আর্টিকেল Don’t learn to code. Learn to think. এর বাংলা অনুবাদ করেছি আমি। না চিনে থাকলে Brikman সাহেবকে কে একটু পরিচয় করিয়ে দিই। ভদ্রলোক আগে লিংকডইনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। বাকিটা এখানে পাবেন। ব্যাপারটা এমন হয়ে দাড়িয়েছে যে সবাই কোডিং শিখতে চেষ্টা করছে। বিল গেটস, মার্ক জুকারবার্গ আর ক্রিস বোশের মত code.

6 May, 2016

প্রোগ্রামিং আর প্রেরণা (৩য় পর্ব)

মাঝে মাঝে প্রোগ্রামিং নিয়া লেখা বই-পুস্তক পড়তে আমার যতটা ভাল লাগে, প্রোগ্রামিং করতে ততটা নয়। বলা যায়, প্রায়ই আমি বই পড়ার ফাঁদে পা দিয়া ফালাই। কাজ করার মত মজার প্রজেক্টও সবসময় খুঁজে পাই না, অথচ আমি জানি আমার সামনেই রয়েছে অসীম সুযোগ। তোমারও কি একই সমস্যা? তবে তোমার জন্য রয়েছে আমার ভুবন কাঁপানো এগারোটি পরামর্শ।

28 Mar, 2016

প্রোগ্রামিং আর প্রেরণা (২য় পর্ব)

প্রতিদিন চার-পাঁচ ঘন্টা প্রোগ্রামিং করার মত অনুপ্রেরণা কোথায় খুঁজে পাওয়া যাইতে পারে? হয়ত প্রশ্নটা আপনার মনেও ঝনঝন করে বাজছে। আর এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নটার একটা জুতসই জবাব দিয়েছেন Juan Gallardo নামের একজন রুবি প্রোগ্রামার। প্রোগ্রামিং করতে বসলেই যাদের মন ময়না পাখির মত ছলাত-ছলাত করে, তাদের জন্য আমি লেখাটার ভাবানুবাদ করে দিচ্ছি। কৌশল হইল, এমন সব প্রজেক্ট করা যা তোমাকে অনুপ্রেরণা দেয়। এটা সত্যিই কোন ব্যাপার না যে তুমি কি করতেছ। বিলাই নিয়া একটা ব্লগ বানাইতে পার, কুত্তাদের জন্য সোশ্যাল নেটওয়ার্ক সাইট বানাইতে পার, এমনকি ডোনাট রিকমেন্ডেশন ইঞ্জিনও বানাইতে পার। শুধুমাত্র এমন কিছু খুঁজে বের কর যার প্রতি হয় তুমি অস্থির রকমের উৎসাহী আর না হয় যা তোমায় ব্যাপক হারে বিনোদন দেয়। যেমন ধর, বিলাই হ্যাকাথনে আমি বিলাইদের জন্য মাইস্পেস টাইপের একটা সাইট বানাইছিলাম। কারণ আমি এটায় অস্থির রকমের মজা পাইছিলাম। আর ব্যাপক পরিসরে চিন্তা করলে আমি এটা থেকে অনেক কিছু শিখেছিলামও।

25 Mar, 2016

প্রোগ্রামিং এবং প্রেরণা (১ম পর্ব)

গিটহাবে যে কয়েকজন প্রোগ্রামারের লেখা কোড পড়লে আমার মস্তিষ্কে এড্রেনালিনের ক্ষরণ বেড়ে যায় তার ভিতর Randall Degges অন্যতম। আমেরিকার সান ফ্রানসিস্কো বে এরিয়ায় মানুষ, গিটহাবে যোগ দিয়েছেন ২০০৯ সালের ৩১ মার্চ। এখন পর্যন্ত প্রায় ১২৪ টা জনপ্রিয় রিপোজিটরির মূল হোতা আর পাইথন, রুবি, সি++, জাভাস্ক্রিপ্ট সবকিছুতেই সমান সিদ্ধহস্ত। তার নিজস্ব ব্লগে লেখা ‘Programming and Motivation’ পোস্টে তিনি এমন কিছু পরামর্শ শেয়ার করেছেন যা যে কোন মুষড়ে পড়া প্রোগ্রামারকে পথ দেখাতে পারে মূুহুর্তে। আমি সেটার ভাবানুবাদ করে দিচ্ছি এখানে।

13 Mar, 2016

একজন অভিজ্ঞ প্রোগ্রামারের পরামর্শ

Zed A. Shaw – প্রোগ্রামিং পাড়ায় একটি পরিচিত নাম, পরম শ্রদ্ধার পাত্র। বিশেষত যারা পাইথন বা রুবির মত শৈল্পিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে গুঁতাগুঁতি করেন। পাইথন নিয়ে লেখা তার বিখ্যাত বই ‘লার্ন পাইথন দ্যা হার্ড ওয়ে’ তে তিনি এমন কিছু পরামর্শ শেয়ার করেছেন যা যেকোন প্রোগ্রামারের চিন্তা-চেতনাই বদলে দিতে পারে; নিকষ আঁধারে দেখাতে পারে আলোর দিশা। আর সেটারই ভাবানুবাদ আপনাদের সামনে তুলের চেষ্টা করছি আজ। তো শুরু করা যাক! সম্ভবত তুমি এই বইটা পড়া শেষ করেছ এবং প্রোগ্রামিংটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। হয়ত কর্মজীবনে এটা তোমার কাজে লাগবে। আবার হতে পারে, শখ ছাড়া এটা হয়ত তোমার কাছে আর কিছুই না। কিন্তু তা যাই হোক না কেন, তোমার কিছু পরামর্শের দরকার হবে। অন্য কোন কারণ নাই; বরং এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক পথেই এগোচ্ছ আর প্রোগ্রামিং থেকে যে নির্মল বিনোদন পাওয়ার কথা, সেটা পাচ্ছ। (অনলি বিনোদন ইজ রিয়েল!

1 Apr, 2015

ওয়ার্ডপ্রেস বাংলা প্যাক – এক প্লাগিনেই মাতৃভাষায় আমার ওয়ার্ডপ্রেস

আজকের পোস্টটা তাদের জন্য যারা ইতিমধ্যে ওয়ার্প্রেসের সাথে পরিচিত এবং একে ঘিরেই ঘুরপাক খাচ্ছেন। যারা ওয়ার্ডপ্রেস কি তা জানেন না তারাও কিন্তু এই পোস্টটা পড়তে পারেন। কারণ এতে পরবর্তীতে স্মৃতি হাতড়াতে সুবিধা হবে। আর বলে রাখা ভাল যে, এটা আমার পূর্ববর্তী একটা পোস্টের আপডেটেড ভার্সন। ওয়ার্ডপ্রেসকে বাংলা করার প্রক্রিয়া অনেক আগে থেকেই চালু রয়েছে। ক্রেডিট যদি কাউকে দিতে হয় তবে সেটা একুশে কে কারণ তারাই মেঘদূত প্রকল্পকে সার্থক করে তুলেছিল। ওয়ার্ডপ্রেসবাসীর একটু একটু করে জমানো স্বপ্নকে আমি নিয়ে এসেছি একটি প্লাগিনরূপে। আশা করি খারাপ লাগবে না।